শতরূপা তোমাকে কিছু বলার ছিল সুমনের (ত্রয়োদশ ভাগ) – নাগগর রোয়েরিখ আর্ট ও তিব্বতি পুঁথির যোগসূত্র

0
683
Sp Office West District Gyalshing Sikkim
Sp Office West District Gyalshing Sikkim
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:15 Minute, 27 Second

শতরূপা তোমাকে কিছু বলার ছিল সুমনের (ত্রয়োদশ ভাগ) – নাগগর রোয়েরিখ আর্ট ও তিব্বতি পুঁথির যোগসূত্র

সুমন মুন্সী, কলকাতা

(আগে যা হয়েছে জানতে ক্লিক করুন প্রথম ভাগ , দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ,পঞ্চম ভাগ,ষষ্ঠ ভাগ, সপ্তম ভাগ, অষ্টম ভাগ, নবম ভাগ, দশম ভাগ , একাদশ ভাগ, দ্বাদশ ভাগ, ত্রয়োদশ ভাগ, চতুর্দশ ভাগ)

“শিকাগো থেকে আমি নেয়ার্ক,নিউ জার্সি নামবো অ্যারাউন্ড ৯:৩০ সকালে, তোদের ফ্লাইট কটায় হলো?” , ফোনে প্রশ্ন করলো বিল্টুকে

“আমরা অ্যারাউন্ড ১১:৩০ পৌঁছবো, নো ওররি, হোয়াটসএপ করেছি অল টিকেট”, হেসে বললো বিল্টু ।

পম ল্যাপটপে হোয়াটস্যাপ স্ক্রিন দেখতে লাগলো।

বিল্টুর অনেক গুলো মেসেজ এসেছে

Dallas/Fort Worth → New York-LaGuardia Apt Non Stop · 3h 24m
Delta Air Lines DL-421 Economy > BASIC ECONOMY 06:20
Dallas/Fort Worth . Dallas/Ft Worth Intl-TX, Terminal E 3h 24m 10:44
New York-LaGuardia Apt . LaGuardia-NY, Terminal 0

Chicago → Newark Non Stop · 2h 10m
American Airlines AA-3115 Economy > Main Cabin 06:05
Chicago . O’Hare International-IL, Terminal 3 2h 10m 09:15
Newark . Newark-NJ, Terminal A

Air India AI-102

Economy > Economy Basic 12:30 New York . John F Kennedy Intl-NY, Terminal 4 13h 40m
12:40 New Delhi . Indira Gandhi International Airport, Terminal 3
Change of planes・4h 15m Layover in New Delhi

Air India AI-764
Economy > Economy Basic 16:55 New Delhi . Indira Gandhi International Airport, Terminal 3 2h 15m
19:10 Kolkata . Netaji Subhash Chandra Bose International Airport, Terminal 2

“একটাই কেলো ৪ঘন্টা ১৫ মিনিট দিল্লিতে বসো আর মাছি তাড়াও”,বললো পম ।
“তা হোক ইন্ডিয়ান কোম্পানি টাকা পাবে, তাই এয়ার ইন্ডিয়া নিলাম। দেখি টাটা নেয়ার পর কি ভালো হলো, সেটাও সবাইকে বলা যাবে,” বললো বিল্টু ।

সব বিষয়ে মার্কিন মনোভাব, কিন্তু পুরোনো বন্ধু আর দেশের ভালো করার হলে সবার আগে লাইন দেবে । আজও এমন বন্ধুবৎসল মানুষ আছে সেটা এই দুই মার্কিন কে দেখলেই বোঝা যায়। একেই বলে নাড়ির টান ।

“ভাই ফোটার আগেই ঢুকছি সুতরাং পরদিন যে যার দিদির বাড়ি যাবো। নেক্সট ডে সকালে গ্যাংটক এয়ারপোর্ট। টিকেট বুক করেছিস?”, পম প্রশ্ন করলো ।

“হ্যাঁ , উত্তরা কেটেছে, কেন ওই টিকিট ও পাঠালাম তো? “, বললো বিল্টু

পম আবার স্ক্রিনে তাকালো ।ঠিক খেয়াল করে নি ।

Kolkata → Gangtok Non Stop · 1h 10m
Spicejet SG-3222 Economy > SPICESAVER 10:30
Kolkata . Netaji Subhash Chandra Bose International Airport, Terminal 2 1h 10m 11:40
Gangtok . Pakyong Airport

আগে সিকিম যেতে বাগডোগরা নামতে হতো । এখন গ্যাংটকেই এয়ারপোর্ট হয়েছে ।

“পার্থ আর ছেত্রী দা হোটেলের গাড়ি পাঠিয়ে দেবে । পথেই লাঞ্চ করে যাবো আমরা বিকেল হয়ে যাবে”, বললো বিল্টু।

“কে কে যাচ্ছে শেষ পর্যন্ত?”, পম প্রশ্ন করলো
“আমরা, তুই, উত্তরা উত্তরার হ্যাজবেন্ড, অর্পিতা ওর হ্যাজবেন্ড, উদিত নট কন্ফার্ম, মিকি আসছে”, বললো বিল্টু ।

“অন্তরা কে ফোন করেছিলাম গতকাল, ওরা ভালো আছে। বললাম ইন্ডিয়া যাচ্ছি , শুনে বললো একবার পারলে আসবেন দাদা।”, পম বললো ।
“ওকে সি ইউ এত জেএফকে দেন। বাই আজ ফাইনাল টীম মিটিং আছে”, বলে ফোনে ছেড়ে দিলো বিল্টু ।

হিসাব করে কলকাতা অফিসের একটা জরুরি কাজ ও নিয়ে নিয়েছে ট্রাভেল অফিস কস্ট বিয়ার করবে। বিল্টু নেটমিটিঙ চালু করলো ।

(২)

কোজাগরী রাতের সেই মাদকতার পরশ যেন নতুন করে পার্থ আর সংযুক্তাকে আরো নিবিড় বাঁধনে বেঁধে দিয়েছে। সেই পুরোনো টান আবার জেগে উঠেছে। ভালোবাসা ছাইচাপা আগুন কেন লোকে বলে দুজনেই সেটা অনুভব করছে । ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে এসপি এপয়েন্টমেন্ট দিয়েছেন ১০:৩০।

সকালের ব্রেকফাস্ট করেই পার্থ আর ছেত্রী দা বেরোলেন এসপি অফিসে যাওয়ার জন্য। গন্তব্য Sp Office West District Gyalshing Sikkim।
ঠিক ১০:১০ অফিসে পৌঁছে গেলো । এসপি আসেননি এখনো।

ছেত্রী দা বললো, “এসপির নাম টি. ভুটিয়া, সজ্জন ব্যক্তি। লাকি উনি আমার স্কুলের সিনিয়র ছিলেন দার্জিলিঙে “।

আজ ভিজিটর কম ওরা ছাড়া আর দুইজন পাসপোর্ট ভেরিফিকেশন করতে এসেছে ।

কাঁটায় কাঁটায় ১০:২৫ এসপি সাহেব এলেন , ইশারায় ভিতরে যেতে বললেন।
“নামাস্তে স্যার, আমি মণি ছেত্রী এন্ড হি ইজ পার্থ সমাজপতি দার্জিলিং কনভেন্ট টিচার”

“আই নো ডিসিপি সাইবার ক্রাইম উত্তরা কল্ড মি,সিট্ প্লিজ”, বললেন টি. ভুটিয়া এসপি।

ছেত্রী দা নিজের স্কুল ও এসপি সিনিয়র ছিলেন বলাতে, বেশ কিছু পুরোনো কথা দুইজন আলোচনা করতে লাগলো ।

এর পর হঠাৎ দুজনের মনে পরলো পার্থ চুপ করে আছে ।
একটু হেসে এসপি বললেন “আপকা দোস্ত বহুত শরীফ বাচ্ছা থা স্কুল মে। হি ওয়াজ ইন মাই হাউস রেড পান্ডা”।

এবার ভুটিয়া বললেন, “ছেত্রী আপনি আমার স্কুল বয় তাই বলছি । কনফিডেনশিয়াল নট তো ডিসকাস আউটসাইড। দেখুন ওই মনাস্ট্রি হাই সিকিউর জোনে মিনিস্ট্রি অফ হোম স্পেশাল গ্রুপ এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বোথ অনলি কন্ট্রোল দ্যাট এরিয়া । এজ বিকজ টিবেটিয়ান গভর্মেন্ট ইন এক্সাইল ফান্ডেড এস্টাব্লিশমেন্ট। আমাদের শুধু নতুন কেউ এলে তাঁর সিকিউরিটি ক্লেয়ারেন্স দিতে হয়। রিনচেন লামার ফাইল এনেছি দেখুন”।

তিনজন ঝুঁকে পরে দেখতে লাগলো ।

ডেট অফ এন্ট্রি ১৮ অগাস্ট ২০১৭, অরিজিন ধর্মশালা, এক্সপার্ট ইন টিবেটোলজি, বুড্ডিস্ট স্টাডি, স্কলার সংস্কৃত এন্ড পালি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন । ফটো লামার ড্রেসে মুন্ডিত মস্তক এক মধ্যবয়সী সুপুরুষের। পার্থর মনে পড়লো পৈতের পর মাথা নেড়া সুমনের মুখ । ক্লাস সেভেন অনেকদিন আগের কথা। সবাই ওর মাথায় হাত বুলিয়ে চাঁটি মারছিলো বেচারি কেঁদে ফেলেছিলো। একবার মনে হচ্ছে এই সেই আর একবার মনে হচ্ছে অন্য লোক । কি গেড়ো ! তবে রিনচেন লামা যে ফর্ম ফিল করেছে কেন জানি হাতের লেখা অনেকটা একই মনে হচ্ছে ।

পার্থর মনের কথা বুঝে নিয়ে ছেত্রী দা বললেন,”দাইজু, ফিংগার প্রিন্ট হায় তো আধার কার্ড সে ম্যাচ কিজিয়ে একই আদমি তো জরুরি ম্যাচ করে গা”।

কি দারুন উপস্থিত বুদ্ধি তাইতো, পার্থ ভাবলো এটা তো মনে হয়নি, মনে মনে তারিফ করলো ছেত্রী দা কে।

“টেল ডিসিপি উত্তরা তো রিকোয়েস্ট অফিসিয়ালি, রেস্ট আই উইল ডু, নর্মাল টাইমিং ২৪ আওয়ার্স। বাই দা ওয়ে লামা উইল কম ইন ৪ ডেস,দ্যাটস হোয়াট মাই ইন্টেলিজেন্স সেস । আই ক্যান এরেঞ্জ এ ক্যান্ডিড মিটিং”, হেসে বললো এসপি ভুটিয়া।

ধন্যবাদ দিয়ে বাইরে এসে ছেত্রী দা বললো,”স্যার আপনার বন্ধুর সাথে কতটা মিল আছে?”
“দাদা খুবই মিল আবার , ডাটা বলছে ধরমশালা স্কুলিং তাই কনফিউজ হয়ে যাচ্ছি”, বললো পার্থ।

এই বলে উত্তরা কে কল করলো ।

“উত্তরা শোন সুমনের আধার কার্ড ডিটেইল এখানকার এসপি কে পাঠা, ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করবেন”, পার্থ বললো ।
“দারা ওর ডিটেইলস চেক করি তার পর তোকে জানাচ্ছি”, উত্তরা ফোন ছেড়ে দিলো ।

আবার কল ব্যাক করলো , “পার্থ আমরা পরশুর স্পাইস জেট এ সকল ১১:৩০ এ নামছি গ্যাংটক হোটেলে গাড়ি বলে রাখবি, পম ,বিল্টু শতরূপা,আমি আমার কর্তা, অর্পিতা আর সনাতন দা তোরশু আসবে। সেই মতো গাড়ি আর ঘর বলে রাখ পরশু থেকে তিনটে ঘর তারপর থেকে চারটে”।

(৩)
সকাল সকাল কুলু থেকে বাস ধরে নাগগর এর পথ ছুঁয়ে ২ ঘন্টা পর ওল্ড মানালী পৌছালো হিমাচল ট্যুরিজম এর বাস । রিনচেন ওল্ড মানালীতে একটা পুরোনো ব্রিটিশ আমলের হোটেল নিয়েছে। প্রাচীন ব্রিটিশ স্থাপত্য ,কিন্তু এখনো দেখার মতো আভিজাত্য, হুইস্পারিং ইন মিডও ।

“আই হ্যাভ এ বুকিং, সি ইন দা নেম রিনচেন লামা”।

“ইয়েস স্যার, রুম ৩০২, হিয়ার ইজ দা কি”, হেসে বললেন রিসেপশনের ছেলেটি। মিষ্টি হাসি মন ভালো হয়ে যায়।
“আই নিড এ জীপ্ রাইট আওয়ে ফর হিড়িম্বা টেম্পলে এন্ড ব্যাক “, রিনচেন বললেন ।

“ওকে গেট ওয়ারসেল্ফ চেক ইন,উই উইল এরেঞ্জ” ।

রুমে ঢুকে যথারীতি চারিদিক ভালো করে চেক করে নিলেন রিনচেন। না ঠিক আছে সব। অজিত মিশ্র বলেছেন, “ডু নট বিলিভ ইওর লেফট হ্যান্ড অলসো”। এমন কি ধরমশালা আরো স্ট্রিক্ট এ বিষয়ে ধর্মের , সংস্কৃতির কোনো টুকরো অযত্নে থাকুক এ তাদের পছন্দ নয় ।

Hirimba Temple Manali
Hirimba Temple Manali

হোটেল থেকে গাড়ি নিয়ে যখন হিড়িম্বা মন্দির পৌছালো তখন দুপুর ১২:৩০ মন্দিরে ভোগ দিচ্ছে। সুনীল চতুর্বেদী বলে একজন পূজারী অতি আদরের সাথে প্রসাদ গ্রহণ করতে বললেন। কিন্তু রিনচেন, ব্যাস্ত সেই ছোটেলাল তিওয়ারি জির খোঁজে ।

চতুর্বেদী জি বললেন “আপ খানা খাইয়ে বাবা আজায়েঙ্গে” ।

শুদ্ধ স্বাতীক আহার। খাওয়া শেষে হাত মুখ ধুয়ে মন্দিরের দাওয়ায় বসেছেন এমন সময় চতুর্বেদী বললেন, “বাবা বুলা রাহা হায়”।

ছোটেলাল তিওয়ারি কে দেখলেই মন ভালো হয়ে যায় এক সৌম্য দর্শন পূজারী ,যেন কোনো কালিমা নেই কোথাও।

“আইয়ে ঘরকে অন্দর , চতুর্বেদী নজর রাখহ কোই না আয়ে অন্দর”, বললেন তিওয়ারিজী ।

“বিজলি মহাদেব কা বুড়া বাবা আপকা বাড়ে মে সব বাতায়া জি ফোন পে । আপকো দেখকে বিশ্বাস হুয়া অব মেরে জিম্মাদারি খাতাম ভোলেবাবা কে চীজ আসলি জাগা জানে কে লিয়ে তৈয়ার। আপ কে হি ইন্তেজার থা, আজ হি উন্কা দেহান্ত হো গায়া, কোই আকে বহুত চিল্লায়া থা বুড়া বাবা কে উপর লেকিন ও কুচ না বোলে। শিউ জী বাড়া ভক্ত থা। ভগবান আত্মাকে শান্তি দে “, বললেন তিওয়ারি জী ।

এরপর আধা ঘন্টা চললো গোপন বৈঠক ।এরপর ঘর থেকে বের হলেন দুজনে।

তিওয়ারিজী বললেন , ” ইয়াদ রাখিয়ে তিন নাম্বার ঘর, দো নম্বর ফটো “।

হাত তুলে দুইজন নমস্কার বিনিময় করে বিদায় নিলেন।

জিপে উঠে রিনচেন হাতের প্লাস্টিকে মোড়া বান্ডিলটা দেখে একটা তৃপ্তির হাসি হাসলেন। ভগবান তথাগতের কি ইচ্ছা ,কাজ শেষ হয়েও শেষ হচ্ছে না। কিছু তথ্য লুকোনো আছে নাগগর এর রোয়েরিখ আর্ট গ্যালারির এক ছবির মধ্যে।

“রাজু নাগগের রোয়েরিখ আর্ট গ্যালারি জানে কীটনা ওয়াক্ত লাগে গা”, ড্রাইভারকে প্রশ্ন করে রিনচেন ।
“বিলকুল কুলু ওর মানালীকে বিচ পারতা, আজ জানেসে নাই হোগা । মিউজিয়াম বন্ধ হো জায়গা”, বললো রাজু।

“ফির হোটেল চালিযে”, বললো রিনচেন ।

হোটেল যখন পৌছালো জীপ্ তখন বিকেল ৪টা ।

ঘরে ফিরেই আগে প্যাকেট খুলে গোটা তিরিশটা পুঁথির পাতা পড়ে ফেললেন এক নিঃশ্বাসে। প্রাচীন সংস্কৃত ভাষায় শ্রীজ্ঞান অতীশ দিপঙ্করের নিজের হাতে লেখা এই পুঁথি । ঐতিহাসিক এক মহামূল্যবান ডকুমেন্ট। যেকোনো মিউজিয়ামের অহংকার হতে পারে এই পুঁথি । তার থেকেও বড় মহা ক্ষমতাধর এক অস্ত্রের হদিস দেয়া আছে এই কটা পাতায়। নেই শুধু শেষ দুই পাতার ছবি আর ম্যাপ ।

তিওয়ারি জি বলেছেন সেটা আছে নাগগারের রোয়েরিখ আর্ট গ্যালারির সাহেবের কলেকশনে। মনে পড়লো তিওয়ারি জীর শেষ কথা ” ইয়াদ রাখিয়ে তিন নাম্বার ঘর , দো নম্বর ফটো “।

পুরো পুঁথির প্রাথমিক পাঠ শেষ হতে ৬টা বেজে গেলো । এবার পুঁথি বন্ধ করে বারান্দায় এলো রিনচেন সেখানে দেখলো নিচে আগুন জ্বালিয়ে টুরিস্টদের মনোরঞ্জনের জন্য লোকাল ফোক ডান্স এর আয়োজন চলছে।

বারান্দায় বসে আনমনে নাচ দেখতে দেখতে পরের কাজের কথা প্ল্যান করতে লাগলো রিনচেন ।

Manali Hotel Whisper In Medow
Manali Hotel Whisper In Medow

(ক্রমশ)

কাল্পনিক কাহিনী বাস্তবের চরিত্র

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here