করোনার আবহে এখন সুগ্রীব দোসরের মতো Black Fungus নিয়ে শুরু হয়েছে ভীতি এবং বেশির ভাগ ক্ষেত্রেই ব্যাপারটা না জেনে

0
651
Dr Palash Bandopadhyay
Dr Palash Bandopadhyay
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:9 Minute, 1 Second
  • Covid_second_wave
  • Mucormycosis
  • #The_so_called_Black_Fungus

করোনার আবহে এখন সুগ্রীব দোসরের মতো Black Fungus নিয়ে শুরু হয়েছে ভীতি। এবং বেশির ভাগ ক্ষেত্রেই ব্যাপারটা না জেনে। আসুন, নাগরিকদের যেটুকু জানা দরকার সেটুকু নাহয় প্রথমে জেনে নেওয়া যাক। তারপর ভয় পাওয়া যাবে।……..

Mucormycosis
Mucormycosis

(Now with Covid 19 fear, Black fungus is added. Let’s learn some common things about it before being afraid).

●Black Fungus এর আসল নাম হলো
মিউকরমাইসেটিস। এটি আসলে কয়েকটি ছত্রাকের গোষ্ঠী। রোগটির নাম আসলে মিউকরমাইকোসিস।
( Actually the scientific name of Black fungus is Mucormycetis and the disease caused by it is termed as Muvormycosis).

●শরীরে প্রোথিত হওয়ার পর এই ছত্রাকেরা কালো রং ধারণ করে। ফলত এদের গোদা নাম হলো Black Fungus.
(They turned black after being implanted inside human body, that’s why it’s called Black fungus).

●এই ছত্রাক বায়ুমন্ডলে থাকে। এবং স্পোর হিসেবে থাকে। সোঁদা মাটি ও পুরোনো পচা ফলেও থাকতে পারে।
স্পোর হলো আসলে ছত্রাকের গুটি হয়ে থাকা একটি দশা। যার দ্বারা তাদের পক্ষে প্রতিকূল পরিবেশে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব হয়।
(Basically this fungus lives in air in its resistant form called ‘spore’.Spore is the state of the fungus which is resistant to unfavourable climatic conditions for their survival. It may survive many days in this state in unfavourable atmosphere).

●এরা বায়ুমন্ডলের থেকে শ্বাসের মাধ্যমে অথবা সোঁদা মাটি বা পচা ফল থেকে হাতের স্পোরের মাধ্যমে নাক দিয়ে শরীরে প্রবেশ করতে পারে।
(It enters through nasal cavity inside human body from air and also by hand contaminated from rotten fruits or moist soil).

●চামড়ার কাটা পোড়া ও যে কোনো রকম ক্ষততেও এর সংক্রমন বিচিত্র নয়।
(It can be a source of contamination to any cut, burn or wound of skin also).

●পুরোনো অথবা অপরিস্কার মাস্ক থেকেও এই ছত্রাকের সংক্রমন হতে পারে।সুতরাং মাস্ক পরার ব্যাপারে একটু সাবধানী হন।দুদিন পর পর মাস্ক ধুয়ে ফেলে রোদে শুকোনো দরকার। অথবা uv heat এ দু মিনিট রাখা দরকার।একটা মাস্ক পরার পর তা আবার বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিনদিন পরে পরা নিরাপদ।
(Unclean and old face mask also may be the source of contamination.So be careful while using mask).

●সুস্থ সবল শরীর ও সঙ্গে ঠিকঠাক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে এ ছত্রাক ঘটিত রোগ অতি মৃদু এবং শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।
(In healthy people with intact immune status it’s usually a life threatening situation).

●কোনো কোনো ক্ষেত্রে, যেখানে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন বহুদিনের ডায়াবেটিস, অঙ্গ প্রতিস্থাপনের রোগী,ক্যান্সার,লিউকেমিয়া বা এডস এর রোগী,ক্যান্সারের ওষুধ খাওয়া রোগী, দীর্ঘদিন ধরে স্টেরয়েড নিতে থাকা রোগী,শরীরে শ্বেত রক্তকণিকা কম থাকা রোগী,এবং সাম্প্রতিক কালে দীর্ঘদিন ধরে ইনটেনসিভ কেয়ারে চিকিৎসা পাওয়া করোনা ভাইরাস রোগী।
(In situations like patient of diabetes mellitau, malignancy, aids, patients on long-standing steroid therapy and anti-cancer drug therapy, patients of organ transplantation or chronic kidney disease, patients on intensive therapy in a hospital, where immunity is compromised, the situation may be dreadful).

●যারা এনিমিয়ার কারণে আয়রন থেরাপি পান অথবা শরীরের অধিক জমে থাকা আয়রনকে কমানোর ওষুধ খান তাদের ক্ষেত্রেও এ রোগের প্রাদুর্ভাব বেশি।
(Those who get iron therapy in anaemia or take drug for removing extra free iron from body, like desferoxamine, in them the situation may be alarming).

●প্রতিরোধ ক্ষমতাহীন রোগীর শরীরে কোন সিস্টেম রোগে সংক্রমিত হলো তার উপরে রোগের উপসর্গ নির্ভর করে। যেমন
(In the immunocompromised patient, the signs and symptoms depend on which system is involved)
1.সাইনাস বা মস্তিষ্কে সংক্রমন হলে, মুখের একদিক ফুলে ওঠা, মাথা ধরা, জ্বর,মুখের বা নাকের ভিতর কালো রঙের ফোলা ক্ষত বা আলসার ইত্যাদি।
(In case of contamination in sinus and brain, there may be facial swelling of one side, fever, headache, nasal congestion, black crust, or wound inside nasal cavity or mouth).

2.ফুসফুসে সংক্রমন হলে কাশি, গলা ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি।
(There may be fever, chest pain, breathing difficulties, blood-stained nasal discharge, and severe cough in lung contamination).

3.পাকস্থলী ও খাদ্যনালিতে সংক্রমন হলে পেট ব্যথা, বমি বা বমি বমি ভাব রক্তবমি ,রক্ত মিশ্রিত মল অথবা মলদ্বার দিয়ে রক্ত পড়া ইত্যাদি।
(In case of contamination of stomach and intestine, there may be pain abdomen, vomiting, fever, abdominal swelling, blood mixed vomiting, and stool)

4.চামড়ার সংক্রমণে চামড়ায় আলসার অথবা ফোস্কা এবং তার চারপাশ লাল হয়ে ফুলে ওঠা, যন্ত্রণা হওয়া এবং পরে সে জায়গা কালো হয়ে যাওয়া ইত্যাদি।
(In skin contamination, there may be black crust or ulcer in the skin, blister with surrounding redness).

5.গোটা শরীরেও ছড়িয়ে পড়তে পারে সংক্রমন। যে ক্ষেত্রে শরীরের প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে।তার ফল খুব মারাত্মক এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রোগী খারাপ হয়ে যেতে পারে।(এ বস্তু অতি দুর্লভ।শুনেই ভয়ের কাঁপতে থাকবেন না)।
( In case of wide-spreading in the entire body, which is a possibility in immunocompromised patients only, the course of the disease is stormy and within 24 to 48 hours, the patient may die, but again, it’s a rarity).

●অনেকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ব্যবহারে এর সম্ভাবনার কথা বললেও এ নিয়ে এখনো নিশ্চিত কিছু বলার সময় হয়নি।
(In one opinion, there is a possibility of an association of industrial oxygen usage and Black fungus disease, but it’s not conclusive).

●তীব্র রোগ হলে আপনি উপসর্গ দিয়ে আন্দাজ করতে পারবেন এবং সেক্ষেত্রে তার দ্রুত নিরুপন করতে হবে। বিন্দুমাত্র সন্দেহ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবশ্য এখন কোভিড পরিস্থিতিতে যেসব রোগীর তীব্রভাবে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে সাধারণত রোগী হাসপাতালেই ভর্তি থাকে। সুতরাং এ ব্যাপারে কোনো আলাদা চাপ নেই।
(High degree of suspicion of severity by assessing its signs and symptoms is the key point of its early detection and hospitalization)

●তীব্র উপসর্গযুক্ত রোগের চিকিৎসা করতে হবে খুব দ্রুত এবং আপৎকালীন পরিস্থিতির মতো। সংক্রমিত আলসার বা ক্ষত কেটে বাদ দিতে হবে, এন্টিফাঙ্গাল ওষুধ খেতে বা নিতে হবে চিকিৎসকের তত্ত্বাবধানে, যা বাড়ি বসে সম্ভব নয়।
(Severe disease is an emergency and has to be treated in hospital intensive care).

●●আপনি রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সুস্থ মানুষ হলে আপনার ভয় পাওয়ার দরকার নেই। প্রতিকূল পরিস্থিতিতে সাবধান ও সচেতন হওয়ার দরকার আছে। সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। স্বাস্থ্যবিধি পালন করুন। সুযোগে কোভিড ভ্যাক্সিন নিন। সুষম খাদ্য খান। শরীর চর্চা করুন। বিশ্রাম নিন। দুশ্চিন্তামুক্ত থাকুন।চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখে চলুন। বাকি কিছু আপনার হাতে নয়।

(Don’t worry if you are a healthy person with an intact immune system. Instead, gain a healthy lifestyle with a balanced diet, exercise, adequate rest and sleep, use mask properly, maintain physical distance, wash hand and take covid vaccine when your turn comes. Be relaxed and tension-free. Wish you all good health).

Palash Bandyopadhyay
25.05.2021

Dr. Palash Bandopadhyay, popular pediatrics expert with Post Graduate of Pediatric Nutrition,(Boston University). Doctor, Author, Poet, and a beautiful mind. He, always a great content provider for the readers with value to the core of the subject.

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD