করোনা সেকেন্ড ওয়েভ – কিছু ব্যাপার ঝালিয়ে নিন

0
611
Dr Palash Bandopadhyay
Dr Palash Bandopadhyay
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:5 Minute, 15 Second

করোনা সেকেন্ড ওয়েভ – কিছু ব্যাপার ঝালিয়ে নিন
ড: পলাশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৩.০৫.২০২১

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
[আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন সেটা আপনার অধিকার হলেও- “আপনার অধিকার ততক্ষণই আপনার অধিকার যতক্ষণ না তা অন্যের অধিকারে হস্তক্ষেপ করে।” এ.জি.গার্ডিনার::দা রুল অফ দা রোড]
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

আজকে প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে বলি,যেগুলো নিয়ে যেকোনো কারণেই হোক, খুব বিভ্রান্তি আছে……..

■ফল,সব্জি ও মুদি দ্রব্যে ভাইরাস থাকতে পারে কি?
●হ্যাঁ।থাকতে পারে। ফল ও কাঁচা সব্জি ব্যবহার করার আগে ঠান্ডা জলে ধুয়ে শুকিয়ে নেবেন।মুদির দ্রব্য টিন বা প্যাকে এলে 72 ঘন্টা সেগুলো ফেলে রেখে দেওয়া আদর্শ। তবে সেগুলো রান্না হয়ে গেলে তাতে আর ঝুঁকি থাকে না।বিস্কিট ,কেক এ জাতীয় বস্তু,যেগুলো রান্না করে খাওয়ার নয়,তার প্যাকেট ঠিকঠাক ডিসইনফেকটেন্ট দিয়ে পরিস্কার করে ভিজে কাপড়ে মুছে তারপর ব্যবহার করুন।

■বাইরের রান্না করা খাবার বাড়িতে এনে খাওয়া কি নিরাপদ?
●গরম খাবারে ভাইরাস থাকে না।সুতরাং সেই অর্থে ঝুঁকি নেই।বাসি খাবারে ঝুঁকি আছে।সেগুলো এড়িয়ে চলুন।যে কোনো রান্না করা খাবার বাড়িতে এনে তিন মিনিট গরম করে নেওয়া নিরাপদ।

■পোশাকে কতদিন ভাইরাস থাকতে পারে?
●পোশাক ও মাস্কে তিনদিন অর্থাৎ 72 ঘন্টা ভাইরাস থাকে।মাস্ক ধোয়ার যোগ্য হলে ধুয়ে ফেলুন।অথবা পরিস্কার ও বন্ধ এয়ার টাইট প্যাকেটে ভরে 72 ঘন্টা ফেলে রেখে আবার পরুন।

■ড্রপলেটে কতক্ষণ ভাইরাস থাকে।কি সংখ্যায় ভাইরাস থাকে?
●কাশির ছোট ড্রপলেটে 30 হাজার পর্যন্ত ভাইরাস থাকতে পারে।তা মাটিতে পড়ার পরও তিন ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে।

■কাচ, প্লাস্টিক ও লোহাতে কতক্ষণ ভাইরাস থাকতে পারে?
●বেশি তাপমাত্রায় 8 ঘন্টা এবং কম তাপমাত্রায় 28 ঘন্টা পর্যন্ত। বাইরের কিছুতে হাত দিয়ে সে হাত মুখ চোখ বা নাকে লাগাবেন না।এ অভ্যাস করে ফেলতেই হবে।

■কোভিড পেশেন্টদের সংস্পর্শে আসার কতদিনের মধ্যে একজন সুস্থ মানুষের সংক্রমিত হওয়ার সম্ভাবনা?
●ন্যূনতম 2 দিন।উর্ধতম 10 দিন।

■একজন করোনা পেশেন্ট কতদিন পর্যন্ত ইফেক্টিভ থাকতে পারে?
●মৃদু ও মাঝারি উপসর্গের পেশেন্টদের ক্ষেত্রে উপসর্গ শুরু হওয়ার পর 7 থেকে 10 দিন পর্যন্ত,এবং তীব্র উপসর্গের পেশেন্টদের ক্ষেত্রে উপসর্গ শুরু হওয়ার পর 10 থেকে 20 দিন পর্যন্ত। পেশেন্টদের আইসোলেশনও সেই হিসেবে করতে হয়।

■কোভিড পজিটিভ পেশেন্ট কোভিড নেগেটিভ হতে কতদিন সময় লাগে?
●এটি 10 দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত হতে পারে।কিন্তু কোভিড পজিটিভ মানেই কিন্তু পেশেন্ট রোগ ছড়াবে এমন নয়। ভাইরাস 10 থেকে 20 দিনের মধ্যে শক্তিহীন হয়ে পড়ে।

■রোগীর মল মূত্রে কি ভাইরাস থাকে?
● হ্যাঁ, থাকে।মল মূত্র ত্যাগের পর সাবান দিয়ে হাত ধুতে হবে।

■কোভিড পেশেন্টদের মৃতদেহ থেকে কি সুস্থ মানুষ সংক্রমিত হতে পারে?
●কোভিড পেশেন্টদের শরীরের যে কোনো তরলে ভাইরাস থাকতে পারে।তবে মৃতদেহ ছুঁয়ে সেই হাত মুখে নাকে বা চোখে না দিলে সুস্থ মানুষের সংক্রমণের সম্ভাবনা নেই।(AIIMS)

■কোভিডের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধের চারটি পিলার কি?

●সঠিক ভাবে মাস্ক পরা,হাত পরিস্কার রাখা,শারীরিক দূরত্ব বজায় রাখা ও ভ্যাক্সিন। সবগুলোই সমগুরুত্বের।

(সব তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া)

#পলাশ_বন্দ্যোপাধ্যায়,১৩.০৫.২০২১

Published under COVID-19 Relief support Free Information service from IBG NEWS send your details to [email protected]. Consult your medical care giver / Doctor for better customized suggestion for your family.

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD