পশ্চিমবঙ্গ ২০২১ বিধানসভা নির্বাচন এক নজরে

0
572
Election
Election
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:7 Minute, 11 Second

পশ্চিমবঙ্গ ২০২১ বিধানসভা নির্বাচন:

উত্তেজনার অবসান, কবে থেকে হবে, কয় দফায় হবে, কোন দিন কোথায় এই সব প্রশ্নের অবসান হলো নির্বাচন কমিশন বিস্তারিত তথ্য পেশ করলেন।আসুন দেখে নেয়া যাক কবে কোথায় কি কি হচ্ছে ।

প্রথম দফা: ২৭শে মার্চ (৩০)
পূর্ব মেদিনীপুর ১ (৭) পশ্চিম মেদিনীপুর ১ (৬) ঝাড়গ্রাম (৪) পুরুলিয়া (৯) বাঁকুড়া ১ (৪)
[পটাশপুর কাঁথি-উত্তর ভগবানপুর খেজুরি কাঁথি-দক্ষিণ রামনগর এগরা
দাঁতন কেশিয়ারি খড়গপুর গড়বেতা শালবনি মেদিনীপুর
নয়াগ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম বিনপুর
বান্দোয়ান বলরামপুর বাঘমুণ্ডি জয়পুর পুরুলিয়া মানবাজার কাশীপুর পারা রঘুনাথপুর
শালতোড়া ছাতনা রানিবাঁধ রায়পুর]

দ্বিতীয় দফা: ১লা এপ্রিল (৩০)
পূর্ব মেদিনীপুর ২ (৯) বাঁকুড়া ২ (৮) পশ্চিম মেদিনীপুর ২ (৯) দক্ষিণ ২৪ পরগনা ১ (৪)
[তমলুক পাঁশকুড়া-পূর্ব পাঁশকুড়া-পশ্চিম ময়না নন্দকুমার মহিষাদল হলদিয়া “নন্দীগ্রাম” চণ্ডীপুর
তালড্যাংরা বাঁকুড়া বড়জোড়া ওন্দা বিষ্ণুপুর-২৫৫ কোতুলপুর ইন্দাস সোনামুখী
খড়গপুর সদর নারায়ণগড় সবং পিংলা ডেবরা দাশপুর ঘাটাল চন্দ্রকোণা কেশপুর
গোসাবা পাথরপ্রতিমা কাকদ্বীপ সাগর]

তৃতীয় দফা: ৬ই এপ্রিল (৩১)
হাওড়া ১ (৭) হুগলী ১ (৮) দক্ষিণ ২৪ পরগনা ২ (১৬)
[উলুবেড়িয়া-উত্তর উলুবেড়িয়া-দক্ষিণ শ্যামপুর বাগনান আমতা উদয়নারায়ণপুর জগৎবল্লভপুর
জাঙ্গিপাড়া হরিপাল ধনেখালি তারকেশ্বর পুরশুড়া আরামবাগ গোঘাট খানাকুল
বাসন্তী কুলতলি কুলপি রায়দিঘি মন্দিরবাজার জয়নগর বারুইপুর-পূর্ব ক্যানিং-পশ্চিম ক্যানিং-পূর্ব বারুইপুর-পশ্চিম মগরাহাট-পূর্ব মগরাহাট-পশ্চিম ডায়মণ্ডহারবার ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর-১৪৬]

চতুর্থ দফা: ১০ই এপ্রিল (৪৪)
হাওড়া ২ (৯) হুগলী ২ (১০) দক্ষিণ ২৪ পরগনা ৩ (১১) কুচবিহার (৯) আলিপুরদুয়ার (৫)
[বালি হাওড়া-উত্তর হাওড়া-মধ্য শিবপুর হাওড়া-দক্ষিণ সাঁকরাইল পাঁচলা উলুবেড়িয়া-পূর্ব ডোমজুড়
উত্তরপাড়া শ্রীরামপুর চাঁপদানি সিঙ্গুর চন্দননগর চুঁচুড়া বলাগড় পাণ্ডুয়া সপ্তগ্রাম চণ্ডীতলা
সোনারপুর-দক্ষিণ ভাঙড় কসবা যাদবপুর সোনারপুর-উত্তর টালিগঞ্জ বেহালা-পূর্ব বেহালা-পশ্চিম মহেশতলা বজবজ মেটিয়াব্রুজ
মেখলিগঞ্জ মাথাভাঙা কোচবিহার-উত্তর কোচবিহার-দক্ষিণ শীতলখুঁচি সিতাই দিনহাটা নাটাবাড়ি তুফানগঞ্জ
কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা মাদারিহাট]

পঞ্চম দফা: ১৭ই এপ্রিল (৪৫)
উত্তর চব্বিশ পরগনা ১ (১৬), নদীয়া ১ (৮), পূর্ব বর্ধমান ১ (৮), দার্জিলিং (৫), কালিম্পং (১), জলপাইগুড়ি (৭)
[পানিহাটি কামারহাটি বরানগর দমদম রাজারহাট-নিউটাউন বিধাননগর রাজারহাট-গোপালপুর মধ্যমগ্রাম বারাসত দেগঙ্গা হাড়োয়া মিনাখাঁ সন্দেশখালি বসিরহাট-দক্ষিণ বসিরহাট-উত্তর হিঙ্গলগঞ্জ
শান্তিপুর রানাঘাট-উত্তরপশ্চিম কৃষ্ণগঞ্জ রানাঘাট-উত্তরপূর্ব রানাঘাট দক্ষিণ চাকদহ কল্যাণী হরিণঘাটা
খণ্ডঘোষ বর্ধমান-দক্ষিণ রায়না জামালপুর মন্তেশ্বর কালনা মেমারি বর্ধমান-উত্তর
দার্জিলিং কার্শিয়াং মাটিগাড়া-নকশালবাড়ি শিলিগুড়ি ফাঁসিদেওয়া
কালিম্পং
ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ডাবগ্রাম-ফুলবাড়ি মাল নাগরাকাটা]

ষষ্ঠ দফা: ২২শে এপ্রিল (৪৩)
উত্তর চব্বিশ পরগনা ২ (১৭), নদীয়া ২ (৯), পূর্ব বর্ধমান ২ (৮), উত্তর দিনাজপুর (৯)
[বাগদা বনগাঁ-উত্তর বনগাঁ-দক্ষিণ গাইঘাটা স্বরূপনগর বাদুড়িয়া হাবড়া অশোকনগর আমডাঙা বীজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া ব্যারাকপুর খড়দা দমদম-উত্তর
করিমপুর তেহট্ট পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া কৃষ্ণনগর-উত্তর নবদ্বীপ কৃষ্ণনগর-দক্ষিণ
ভাতার পূর্বস্থলী-দক্ষিণ পূর্বস্থলী-উত্তর কাটোয়া কেতুগ্রাম মঙ্গলকোট আউশগ্রাম গলসি
চোপড়া ইসলামপুর গোয়ালপোখর চাকুলিয়া করণদিঘি হেমতাবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জ ইটাহার]

সপ্তম দফা: ২৬শে এপ্রিল (৩৬)
মালদা ১ (৬) মুর্শিদাবাদ ১ (১১) পশ্চিম বর্ধমান (৯) দক্ষিণ কলকাতা (৪) দক্ষিণ দিনাজপুর (৬)
[হবিবপুর গাজোল চাঁচল হরিশ্চন্দ্রপুর মালতীপুর রতুয়া
ফরাক্কা শামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলা ভগবানগোলা রানিনগর মুর্শিদাবাদ নবগ্রাম
পাণ্ডবেশ্বর দুর্গাপুর-পূর্ব দুর্গাপুর-পশ্চিম রানিগঞ্জ জামুড়িয়া আসানসোল-দক্ষিণ আসানসোল-উত্তর কুলটি বারাবনি
কলকাতা-বন্দর ভবানীপুর “রাসবিহারী” বালিগঞ্জ
কুশমাণ্ডি কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর হরিরামপুর]

অষ্টম দফা: ২৯শে এপ্রিল (৩৫)
উত্তর কলকাতা (৭) মালদা ২ (৬) মুর্শিদাবাদ ২ (১১) বীরভূম (১১)
[চৌরঙ্গী এন্টালি বেলেঘাটা জোড়াসাঁকো শ্যামপুকুর মানিকতলা কাশীপুর-বেলগাছিয়া
মানিকচক মালদা ইংলিশবাজার মোথাবাড়ি সুজাপুর বৈষ্ণবনগর
খড়গ্রাম বরওয়ান কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙা বহরমপুর হরিহরপাড়া নওদা ডোমকল জলঙ্গী
দুবরাজপুর সিউড়ি বোলপুর নানুর লাভপুর সাঁইথিয়া ময়ূরেশ্বর রামপুরহাট
হাসন নলহাটি মুরারই]

ফল ঘোষণা: ২রা মে 2021

রিপোর্ট সুনন্দ মিত্র

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD