আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

0
859
Shaheed Minar - Amar Ekushe
Shaheed Minar - Amar Ekushe
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:4 Minute, 3 Second

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আমি গর্বিত মাতৃভাষাভাষী।
আমি গর্বিত অন্তর্জাতিকতাবাদী।
হে আমার মাতৃভাষা,
এখনো সে তোমাকেই
আমার সব বিপন্নতায় ভরসার হাত মনে হয়।
আজও। এই বিপন্ন সময়।
আমি অন্তর্জাতিকতাবাদী।
আমি মাতৃভাষাভাষী।

আমার সুখ,আমার দুঃখ
তোমার ভাষায় কথা বলে।
আমার সূক্ষ্ম অভিমান,
আমার রুক্ষ জেদ,
তোমার বুকে আশ্রয় খোঁজে।
আমার না বলতে পারা কথা,
আমার গোপন স্বীকারোক্তি,
সর্বদা খোঁজে তোমার ভরসার হাত।
আমার গানের সুর,
আমার কবিতার খুনসুটি,
তোমার অবলম্বন চায়।
আমার প্রেমের ব্যর্থতা,
আমার যুদ্ধে হার,
তোমার সঙ্গে কাঁদে।
আমার আদর্শের পতাকা,
আমার মিছিলের অগ্রগমন,
তোমার স্লোগানের অপেক্ষা করে।
আমার গর্বের স্পর্ধা,
আমার অহং’এর মর্যাদা,
তোমার সত্তায় প্রকাশিত হয়।
আমার ধৈর্য্যের বাঁধে,
আমার চিত্তের গভীরতায়,
তোমার সমৃদ্ধির জ্যোতি।

আমার মাতৃভাষা,
আমি তোমার জন্য বাঁচি,
তোমার জন্য মরি।

আমি প্রাচ্য,
আমি পাশ্চাত্য,
আমি থর,আমি নীল।
আমি উদীয়মান সূর্যের দেশ।
আমি ছমাস দিন,ছমাস রাতের আস্থা।
আমি সাদা চামড়া।
আমি কালো চামড়া।
আমি ধনী, আমি দরিদ্র।
আমি আস্তিক, আমি নাস্তিক।
আমি বিদ্রোহী, আমি শান্তিকামী।
আমার সবকিছু তোমার সাথে,
তোমার মত করে।

তোমার জন্য আমার জীবনপন।
তোমার জন্য আমার অনশন।
তোমার জন্য আমি বন্দিশিবিরে।
তোমার জন্য আমার মুক্তিসূর্য।
তোমার যন্ত্রণায় আমি পাথর।
তোমার আনন্দে আমার জলোচ্ছ্বাস।
তোমার সাতরঙে আমি রামধনু।
তোমার আঁধারে আমি অমাবস্যা।

আমার পাঁজর ভরা শ্বাসের আশা তুমি।
আমার হৃদয়পাখির প্রাণের ডানা তুমি।
আমার বিষণ্নতার নীরব আকাশ জুড়ে,
তুমি জ্বালামুখী কথার আবাসভূমি।

পৃথিবী জুড়ে শুধু তোমার জন্যই যুদ্ধ হোক।
আমাদের সংস্কৃতির রাজদরবারে
তোমার কথাই শেষ কথা হোক।
তোমার বিনয়ে উদ্ধত হার মানুক।
তোমার ঔদ্ধত্যে অহংকারীর বিনাশ হোক।

আমাদের প্রিয় মাতৃভাষা,
আমাদের বিবেক,
আমাদের মনন,
আমাদের শপথের সাথে তোমাদের ছন্দ মিশে,
একদিন এ পৃথিবী আবার শিশুর বাসযোগ্য হবে,
প্ৰতিশ্রুতি দিলাম।

যুদ্ধ ধ্বংস হোক।
ধ্বংস ধ্বংস হোক।
অপ্রেম ধ্বংস হোক।
অবিশ্বাস ধ্বংস হোক।
তোমায় নিয়ে সাধনায় সিদ্ধি
আমাদের পাখির চোখ হোক।

আমার মাতৃভাষা আমার হোক।
তোমার মাতৃভাষা তোমার হোক।
সবার মাতৃভাষা সবার হোক।

আমি আমার, তোমার,
আমাদের,তোমাদের।
যার পাঁচ ইন্দ্রিয়
এই গ্রহে খোঁজে নীড়।
আমি আমার সকল চেতনাকে নিয়ে
গোটা এই পৃথিবীর।
শুভ সংস্কৃতিকামী সর্বংসহা জগতের অভিলাষী।
আমি আমার মায়ের মুখের ভাষাকে সবথেকে ভালোবাসি।


Advertisements

USD