করোনার করুণা আর সত্যি মিথ্যের যাতোনা – একদল বলছে কজন মরলো রে? আর একদল বলছে আজ্ঞে কত লিখবো ?

0
1910
Lockdown Saints - Bharat Gyan Vigyan Samiti' (BGVS)
Lockdown Saints - Bharat Gyan Vigyan Samiti' (BGVS)
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:11 Minute, 44 Second

করোনার করুণা আর সত্যি মিথ্যের যাতোনা

বাবু বড় খিদে পেয়েছে ,দুটো ভাত দেবেন , দুটো ভাত । মা , বাচ্চাটা তিন দিন কিছু খায়নি একটু দয়া করুন ।

“শালা সব নাটক , গাড়ি দাঁড়ালেই ধান্দা শুরু “। এই বলে গাড়ির কাঁচ উঠিয়ে সিগন্যাল খুললেই এগিয়ে যেত যে, অফিসের মেজো বাবু ,সেই আজ ফেসবুকে মেসেজ করেছে , “Salary deducted, need to pay school fees,kindly help”|

কাজের মেয়েটা ফোন করেছিল বৌদি হাতে কিছু নেই ,যদি টাকাটা পাঠাতে পারেন ভালো হয় ,আমার জনধন একাউন্ট নম্বর পাঠালাম বা UPI id মোবাইলেই পাঠাতে পারেন ।

দুটো বিপরীত মুখী ছবি আর অর্থনীতির বিশেষ রূপে জ্ঞানীদের পরামর্শ শুনে আতংকিত হবার কিছু নেই । ওরা “ঘন্টা খানেক” সঙ্গে থাকে, দিন ভর নয় ।

একদল বলছে কজন মরলো রে? আর একদল বলছে আজ্ঞে কত লিখবো ? মানুষ যেন আলুর বস্তা, পচা আলু তো , তাই মাঠেই ফেলে দে। আর এক দল ডিজিটালি দেখে নিচ্ছেন , চাপ দিয়ে যদি ২১শে বাংলায় পা দেয়া যায় । জন গণতান্ত্রিক বিপ্লব সোশ্যাল ডিসটেন্স নিয়ে চেঁচাচ্ছে আর কিছু নির্বোধ ধর্মের ভয় কে কারণে অকারণে জড়িয়ে ধরে রাম বা আলী কে পাওয়ার রাস্তা পরিষ্কার করছে । তবে লোকডাউন না মানলে রাম বা আল্লা ওপরেই দেখা দেবেন এখানে নয়।

অসহায় ভাবে লড়ছেন ডাক্তার ,পুলিশ, স্বাস্থ্য কর্মী ও আরো অনেকে আর ঘোলা জলে ঘন্টা খানেক TRP বাড়াতে ব্যাস্ত সকলে।

হটাত্‍ করে সকলে খুব ছাত্র দরদী হয়ে উঠেছেন, অনলাইন এ ক্লাস নেবেন । পড়া কি হচ্ছে ঈশ্বর জানেন, কিন্তু কিছু কামাই নতুন পথে এসে যাচ্ছে । এক দল স্কুল কর্তৃপক্ষ চাপ দিচ্ছেন ছাত্রদের থেকে জোর করে ফীজ নাও, না হলে টিচার তোমার মাইনে যাবে ! আজব দেশ ।

এক করোনার কারণে নয় ,অমানবিক সাম্যের কারণে আমাদের আগামী দিন ভয়ঙ্কর সন্দেহ নেই ।

আসুন দেখা যাক কেন এটা কে নিয়ে আতংকিত হবার দরকার নেই । কি কি হারাবেন ? চাকরি ? EMI এ কেনা ফ্ল্যাট ? বড় গাড়ি টা কেনা পিছিয়ে যাবে ? দেশের ৬০ শতাংশ গরীব আর ২০ শতাংশ নিম্ন মধ্য বিত্ত তাদের লড়াই অন্ন বস্ত্র বাসস্থানের ,ভোগ্য পণ্যের স্বাধ , থাকলেও সাধ্য নেই । তাদের আশা সন্তান শিক্ষিত হোক । বিপদ উচ্চ বিত্ত আর ধনিদের, যাদের ব্লাড প্রেসার শেয়ার মার্কেটের সাথে যুক্ত ।

কৃষি এবার ভালো ফলন দেবে । IT সার্ভিস সেক্টর ওয়ার্ক ফ্রম হোম করে চালিয়ে নেবে । ইউরোপ ও আমেরিকায় স্কীলড লেবার লাগবে প্রচুর । ভারত এক নম্বর চয়েস হবে লোক নেয়ার জন্য।

ওষুধ ও প্রতিষেধক উত্‍পাদন এখানেই হবে । অনেক ম্যানুফ্যাকচারিং চীন ছেড়ে অন্য দেশে যাবে , সঠিক সুযোগ দিলে ভারতেও আসবে ।
ছয় মাস একটু কষ্ট করুন, এক বিরাট সম্ভাবনা সামনে এসে যাবে । খাদ্য প্রক্রিয়াকরণ থেকে শুরু করে বস্ত্র বাণিজ্য বাড়বে ।

মেডিকেল যন্ত্র উত্‍পাদনে মেক ইন ইন্ডিয়া উজ্জ্বল ভূমিকা নেবে । যারা নতুন বিসনেস মডেল নিতে পারবে না তারা হারিয়ে যাবে এবং সেটাই নিয়ম । যুগের সাথে চলতে না পারলে হারিয়ে যাবে । কোয়ালিটি ও কাস্টমার ওরিয়েন্টেড আটটিচুড থাকতে হবে ।

তবে পৃথিবী ও পুঁজিবাদী দুনিয়া বাস্তব এখনো বোঝেননি । বাঁচার জন্য দরকার পরিষ্কার বাতাস , শুদ্ধজল আর পেটভরা পুষ্টিকর খাবার । অরে এতো পশু পাখিও খায় ,তাহলে আমরা মানুষ শ্রেষ্ঠ জীব আমাদের কোনো তফাত্‍ নেই ?

নিশ্চয়ই, মানুষ হিসাবে আমাদের উন্নতির গুঁতোয় পরিবেশ বিষাক্ত , এক সে বারকার এক মোবাইল হাতে, কিন্তু মনের কথা বলা হয় না ,শোনাও হয় না । মানসিক অবসাদ কাটাতে অনলাইন এক app থেকে আর একটায় ঘুরে বেড়ানো, আর না পাওয়ার লিস্ট টা কে বাড়িয়ে নিয়ে চলা ।

ডিগ্রী পেলাম ডজন দরে, কিন্তু ভালো মানুষ হলাম না এক তিল পরিমান । প্রফেশনাল শব্দের আড়ালে খুনে মানসিকতা , প্রফিট টার্গেট আর প্রোমোশনের জালে হারিয়ে ফেলেছি অনেক কিছু । মায়ের কোলে শুয়ে কাল বৈশাখীর বিদ্যুত্‍ কে ভয় না পাওয়ার মজা । বাবার ঘাড়ে উঠে চিড়িয়াখানায় বাঘ দেখা । কফি হাউস প্রেমিকার জন্য অন্তহীন অপেক্ষা আর সঙ্গী কফির কাপ । অবসর শব্দ টাই অচেনা ।

নতুন পত্রিকার ধারাবাহিক গল্প , বুদ্ধদেব গুহ না বিভূতিভূষণ নাকি জিম করবেট কার লেখায় দেখা জঙ্গলে ঘুরতে যাবো । নতুন কোনো বিদেশী ছবি আর একাডেমির নতুন নাটক নিয়ে তর্ক আবার জমে উঠুক।

এক সিগরাটে পাঁচ বন্ধু যেন পঞ্চ পান্ডব আর ফুটো পকেট যেন দৌপদীর অহংকার । মোহনদার আলুকাবলি বা বসুধার ফুচকা কোনোটার স্বাদ কিন্তু মলের হাইটেক দুনিয়া জানে না । জাঙ্ক ফুডের এবার বাণিজ্য কমবে ভাবা ভুল তবে মোহ কিছুটা স্তিমিত হবে । অনাবশ্যক গ্যাজেট লাগবে না । মেডিক্লাইম ও মেডিকেল ইন্সুরেন্স প্রিয় হবে।

অর্থনীতি মোটেও বিপদে নেই , বিপদে আছে আমাদের লোভ আর ভোগ্য পণ্যের দুনিয়া আর এই দুনিয়ার লোকজন । যারা এখনো পে চেক ট্যু পে চেক বাঁচেন , অনলাইন এ বিপণনের সুযোগ নিন ,নতুন পথ খুলে যাবে । শুধু সততা আর মেহনত কে সম্বল করে ঘুরে দাঁড়ান ।

বলতে পারেন মোবাইল ছাড়াও ১০০ বছর আগে মানুষ বেঁচে ছিল এবং অনেক বেশি মানবিক ছিল । নিজের গাড়ি সবার ছিলোনা, কিন্তু প্রিন্সেপঘাট বা ভিক্টোরিয়ায় নিশ্চিন্তে পরিবার বা প্রেমিকার সাথে বেড়ান যেত । শালীনতা ও সৌজন্য কোনোটাই কম ছিলোনা । বিজয়া তে দেখা হতো ,হোয়াটস্যাপ মেসেজেই শেষ হতো না দশমীর শ্রদ্ধা ।

আজ তো স্বামী স্ত্রী ও একে ওপরের emi রিলেশন হৃদয়হীন আবেগ আর প্রয়োজনের পুরোক । বীণে সুতোর টান যেন একটু আলগা ।

কৃষক , শিক্ষক , ডাক্তার , মুদিখানা , নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজার কমবে না । যারা রোজগার করবেন ,তারা নিজেদের ভোগ্য পণ্যর থেকে অত্যাবশকীয় বাজারের অংশ হয়ে উঠুন , ভারতীয় জিনিস কিনুন আর আন্তর্জাতিক ব্র্যান্ডের ভারতীয় কারখানার মাল কিনুন ।

২-৩ মাসের ব্যবসা বন্ধ প্রফিট কমাতে পারে , ব্যবসার বাজার নয় । অযথা ভয়ের পরিবেশ তৈরী করে মুনাফাখোরদের এই পরিস্থিতিতে অসহায়দের কাজ কেড়ে নিয়ে নিজেদের মুনাফা বাড়ানোর আয়োজন কে সফল হতে দেবেন না ।

সকলে মিলে প্রতিবাদের পথ তৈরী রাখুন । আমি নয় আমরা এই হোক নীতি । কোম্পানির আর্থিক হাল ফেরা পর্যন্ত অতিরিক্ত বোনাস বা অপ্রয়োজনীয় দাবির জঙ্গি আন্দোলন বন্ধ করুন । ন্যায্য অধিকার নয় এমন দাবি ছেড়ে দিন ,সাময়িক ভাবে সহযোগিতায় যদি কোম্পানি বাঁচে তবে ডেফার্ড পেমেন্ট একসেপ্টেড হওয়া উচিত ।

কেন আর্থিক মন্দা আসবে মানুষ কি খাওয়া ছেড়ে দেবে? মানুষ কি জামাকাপড় পরা ছেড়ে দেবে ? মানুষ চলাচল ছেড়ে দেবে ? প্রয়োজন কমবে না ? বিসনেস মডেল এডজাস্ট করতে হবে । অযোগ্য ম্যানেজার বাদ দিয়ে প্রকৃত কাজের মানুষদের সুযোগ করে দিন । ভারত বিশ্বের মধ্যে যুবক দেশ, নতুন হাতে কাজ দিন ।

ডিজিটাল ইকোনমি আর কৃষি পণ্যের বিপণন বিশ্বজুড়ে শুরু করুন । আমেরিকান কর্নফেলিক্স নয় ,শুরু করুন মাক্কী দা রুটির ব্রান্ডিং । তোমরা যদি আমাদের পিজা আর চাওমিন ভক্ত করতে পারো , তবে আমরাও ইডলি ,বড়া , সাম্বার , আলু পোস্ত বা কচি পাঁঠার ঝোল বা চিংড়ির মালাই কারীর ভক্ত করে তুলবো বিশ্বকে ।

অক্সফোর্ড ,কেমব্রিজ বা MIT নয় ওদেশের ছেলে মেয়ে আসবে আমাদের দেশে লেখা পড়া শিখতে । আবার নালন্দা , তক্ষশীলা ,ওদন্তপুরী হয়ে উঠুক আমাদের ইউনিভার্সিটি গুলো । ৫০০০ হাজার বছরের সভ্যতা এতো সহজে হারবে না ।

ভয় না পেয়ে ইসরায়েলের মতো আসুন দেশ গড়ার কাজে হাত লাগাই । এটা বিলাপের সময় নয় দেশ গড়ার সময় । নেতা নেত্রীদের ফলো না করে, বিবেক কে ফলো করুন আর ওদের বাধ্য করুন দেশ ভক্ত হয়ে উঠতে । যত কম সাজানো খবর দেখবেন ততো জীবন শান্ত হবে ।

আমি নিশ্চিত করোনা খুব দ্রুত এন্টিবায়োটিক পাবে বা মানুষ নিজের ভিতরেই প্রতিষেধক ক্ষমতা গড়ে নেবে । কিন্তু দয়া করে পরিবেশ কে ধ্বংস করে মেকি উন্নয়ন আর করবেন না ।

পরিশেষে বলি আবার তোমরা মানুষ হও । উলঙ্গ রাজা কে বলুন রাজা তোর কাপড় কোথায় ?

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here