Didi Mamata Kindly help poor Santhali Students – An appeal to CM Mamata Banerjee

0
1145
Sanotali Language Seminer
Sanotali Language Seminer
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:6 Minute, 37 Second

Mamata Banerjee has done a lot for the tribal society of West Bengal and we do believe she will work for her subjects for ever but a small mistake or verlook has created a great trouble for many of the Santhali language student we will have to face a great pain in comming Madhyamik Exam as question paper will not be in their own language.

A detail artilce by eminent journalist Hirak Mukherjee reports in details.

Original report in Bengali  

হীরক মুখোপাধ্যায়,কলকাতা : মধ্যশিক্ষা পর্ষদের সবিশেষ পাগলামীতে বর্তমান বিপাকে পড়েছেন ২২ টা মাধ্যমিক বিদ্যালয়ের ২১৯ জন সাঁওতালী ছাত্রছাত্রী ৷
মধ্যশিক্ষা পর্ষদ থেকে সম্প্রতি জানানো হয়েছে , এবছর যাঁরা অলচিকি লিপিতে পরীক্ষা দেবেন তাঁদের প্রশ্নপত্র বাংলা ভাষাতেই ছাপানো থাকবে ৷

মধ্যশিক্ষা পর্ষদ যদি শেষ পর্যন্ত নিজেদের মূর্খামির দৌরাত্ম এভাবেই বজায় রাখেন , তাহলে এখনই বলে দেওয়া যায় মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভাষাগত কারণে প্রশ্নপত্র না বোঝার ফলে চোখে সরষে ফুল দেখবেন ঐ ছাত্রছাত্রীরা ৷

আজ কলকাতা প্রেস ক্লাবে ছাত্রছাত্রীদের এই বিড়ম্বনার বিষয়ে মুখ খুলে আদিবাসী সোসিও-এডুকেশন্যাল এণ্ড কালচারাল এ্যাসোসিয়েশন ,ওয়েস্ট বেঙ্গল (এসিকা)-এর রাজ্য সভাপতি মদনমোহন বাস্কে বলেন , “যে বাচ্চারা প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত বাংলা হরফের সঙ্গে পরিচিত হওয়ারই কোনো সুযোগই পেলনা , তাদের সামনে যদি বাংলা ভাষায় প্রশ্নপত্র দেওয়া হয় তবে তারা কি বুঝবে ?”

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এসিকা-র সাধারণ সম্পাদক সুবোধ হাঁসদা অভিযোগ করেন, “২০০৮ সাল থেকে প্রাথমিক বিদ্যালয় সমূহে সাঁওতালী ভাষার অলচিকি লিপিতে পঠন-পাঠন শুরু হয় ৷ সেই হিসাবে এই বছর প্রথম অলচিকি লিপিতে পরীক্ষা দিতে চলেছে সাঁওতালী মাধ্যমের পড়ুয়ারা ৷

কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি , গত দুমাস যাবৎ মধ্যশিক্ষা পর্ষদ অলচিকি লিপিতে মাধ্যমিকের প্রশ্নপত্র ছাপাতে রহস্যজনক ভাবে টালবাহানা করছে ৷
ওঁনারা আমাদের জানিয়েছেন সাঁওতালী ভাষার প্রথম পত্র ও দ্বিতীয় পত্র ছাড়া বাকি প্রশ্নপত্র বাংলা ভাষাতেই হবে৷
এই তুঘলকি সিদ্ধান্তের কারণ রূপে তাঁরা জানিয়েছেন , ভাষাগত সমস্যার কারণে অলচিকি লিপিতে প্রশ্নপত্র করা সম্ভব নয় ৷

পরে দীর্ঘ বাদানুবাদের পর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সচিব প্রশ্নপত্র অলচিকিতে মুদ্রণের জন্য আমাদের কাছে ইংরাজী থেকে সাঁওতালী ভাষার এক ডিক্শনারীও দাবী করেন ৷ আমরা সেই অভিধান তাঁর হাতে দিয়ে এলেও কোনো এক অজানা কারণে পঃবঃ মধ্যশিক্ষা পর্ষদ এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন ৷

অপরদিকে পর্ষদের এই তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে আমরা বারবার শিক্ষামন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য সময় চাইলেও , তিনি সময় দিচ্ছেননা ৷

এমতাবস্থায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আগামী ১৫ ফেব্রুয়ারি বিকাশ ভবন অভিযান করতে চলেছি ৷”

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এসিকার সাধারণ সম্পাদক সুবোধ হাঁসদা আরো বলেন “প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার আতঙ্কেই নাকি ওঁনাদের বাংলা ভাষায় প্রশ্নপত্র ছাপানোর এই সিদ্ধান্ত ৷ শুধু তাই নয় এবার নাকি সাঁওতালী ভাষার পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বানাচ্ছেন কলেজ শিক্ষকরা ৷ ওঁনারা যদি প্রশ্নপত্রে নিজেদের বেশি পাণ্ডিত্য দেখাতে চান, সেক্ষেত্রেও অবস্থা ভয়াবহ হতে বাধ্য ৷”

কিন্তু প্রশ্ন হচ্ছে , অলচিকি লিপিতেই যখন সাঁওতালী ভাষার প্রথম ও দ্বিতীয় পত্র ছাপানো সম্ভব হচ্ছে , তখন অন্যগুলো কেন নয় ?একি শুধুই ভাষাগত কারণ নাকি অন্যকিছু !

সাঁওতালী ভাষায় যেসব শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন বিদ্যালয়ে ইতিহাস ভুগোল বিজ্ঞান পড়ান , তাঁরা কোথায় গেলেন ! তাঁদের ডেকে পাঠালেইতো সমস্যার সমাধান হয়ে যেত ৷

প্রসঙ্গতঃ উল্লেখয়োগ্য , পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধে আক্ষেপ করে বলেননা ” বাম আমলে নিযুক্ত সরকারী কর্মচারীদের মন থেকে কাজ না করার ইচ্ছেটা এখনো গেলনা ৷”

পঃবঃ মধ্যশিক্ষা পর্ষদের পদাধিকারীদের কাছে আমাদের একটাই জিজ্ঞাস্য , ইংরাজী বা বাংলা মাধ্যমে পড়া আপনাদের ছেলেমেয়েদের হাতে পরীক্ষার সময় অলচিকি লিপির প্রশ্নপত্র তুলে দেওয়া হলে ওদের কি দুর্গতি হবে ভেবে দেখেছেন কি ?

যদি এই সাধারণ প্রশ্নের গুরুত্ত্ব বুঝতে পারেন , তাহলে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের মুখে কালি না লাগিয়ে কিছু সদর্থক ভূমিকা পালন করুন ৷

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here