Our biggest identity is our humanity and Medinipur is the embodiment of the great traditions of Bengal : Mamata Banerjee

0
1164
Mamata
Mamata
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:11 Minute, 45 Second

Our biggest identity is our humanity : Mamata Banerjee

Our biggest identity is our humanity: Mamata Banerjee

On the second day of her visit to Purba Medinipur district, Bengal Chief Minister Mamata Banerjee addressed a public meeting in Digha. She inaugurated and laid the foundation stones for a bouquet of developmental projects for the district.

The Chief Minister inaugurate projects like a teachers’ training school, government buildings, hostels, irrigation projects, cold storages, road projects, among many others.

She laid the foundation stones for projects like the Digha Convention Centre, new road projects, desilting of canals, a tourist lodge and others. The Chief Minister then distribute benefits of schemes like Kanyashree, Sikshashree, Sabuj Sathi, Geetanjali and SVSKP, and fishing equipment, farming equipment and other such benefits.

Salient points of her speech:

Whenever I come to Purba Medinipur district I am reminded of the Independence Movement, new awakening, religious unity, harmony, solidarity, integrity and unity because of the great freedom fighters and leaders who hail from here. Medinipur is the embodiment of the great traditions of Bengal.

People from all places visit Digha; in future, it would become an international tourist destination too. Digha has transformed – it is getting bedecked in new colours to welcome more and more tourists. Those coming here after a gap say many improvements have taken place, and we feel happy.

Hence, the residents here have a duty to help visitors, understand their needs. Guests need to be given a proper reception.

Today, people cannot visit Darjeeling because of the violent protests taking place there. But they can come to Digha which, along with other regions in South Bengal, will gain as the more the number of tourists, the more will be the job opportunities that will open up.

On development

After our earlier visits, we have re-discovered Tajpur, Udaipur and Sankarpur and developed Mandarmani. Yesterday, a Rs 3,500-crore power project was launched in Digha. To me, Digha is like the Kanyashree scheme. I want to help create a Dighashree too. Tajpur Port is being built near Digha at a cost of Rs 12,000 crores, and such a project will mean more industries and hotels, and jobs. A new Buriganga-Tajpur bridge is being built in Digha. All this means the region will develop, and the youth will have to be prepared.

But the cooperation of the local traders and residents must continue. There should be no encroachments. We have enabled government services and schemes for 95 per cent of the population. The government has done a lot of developmental work, and it will continue to do so. I wish for Digha to transform into a wonder of the world.

Our government has reprieved farmers of their debts. We have presented farmers with the Krishak Ratna awards. If crops are destroyed due to natural disasters, we compensate farmers so that their well-being is looked after.

Students who are beneficiaries of Kanyashree and Sabuj Sathi Schemes are the pride of Bengal and the future of the State; similarly for Sabujshree – a sapling for every child born. In Bengal, 8.5 crore people get rice at Rs 2 per kg. Free treatment and beds are available at Government hospitals. We are the only state that provides this. There are plans for a university in Purba Medinipur district. A new double-lane road connecting Nandakumar with Digha is coming up. Through the Sabar Ghare Alo Scheme, the district has undergone 100 per cent electrification. A super-speciality hospital has been set up.

All over the state, 300 polytechnic colleges, industrial training institutes (ITIs), eight medical colleges and 17 universities have come up. Bengal is number one in girl child empowerment through Kanyashree Scheme, and the numero uno in the parameter of skill development too. Bengal has been the recipient of the Central Government’s Krishak Ratna Award thrice. The State Government has started the Mabhoi Scheme for media personnel. Bengal is going ahead full steam, in spite of a yearly debt of over Rs 40,000 crore.

On the Opposition

But some people are not in favour of development. They don’t like Bengal to go ahead, and so they are scheming against us, stoking violence and criticising the Government. Be careful of such people. There is no cure for violence. Don’t give an ear to slander and misinformation.

There is no place for those who indulge in violence in Bengal. Bengal is humane, not insensitive. The people will stand up against those who come to divide Bengal and fight those demons. Bengal has progressed over the years because of the people’s intrinsic nature to be united no matter what religion, caste or creed.

But now from Delhi has come down Ram (that is, BJP) and has got tagged with Bam (that is, the Left).

I feel bad about Amarnath Yatra. Pilgrims are being shot; this Central Government is not being able to protect the people. It just knows to throw people in the mouth of danger. It is a failure in all respects. It has imposed GST, as a result of which many business people have had to suspend their activities. It is creating divisiveness and playing with fire, and tearing apart the fabric of the nation.

Our biggest identity is our humanity. The BJP has a single-minded passion for destructive activities like rioting and arson; and its representatives are happy touring countries. Amarnath pilgrims today are facing misery because of these people; passions in Darjeeling are aflame because of these same people.

We will not let Darjeeling go up in flames; we will bring back peace to the region. Our work is to establish peace in the state. We will not bow our heads to the nefarious schemes of the Centre. My appeal to all those intent on destruction is to not play with fire but to try to establish peace. Violence is equivalent to destruction, peace to construction. We don’t want any disturbance. We want peace to return. We live for the welfare of the people.

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে আজ দিঘায় একটি জনসভা করleন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করleন তিনি।

শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র, সরকারী ভবন, হোস্টেল, কৃষি প্রকল্প, হিমঘর, সড়ক প্রকল্প সহ আরও অনেক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

দিঘা কনভেনশন সেন্টার, টুরিস্ট লজ, রাস্তা নির্মাণ, খাল সংস্কার সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন। এছাড়াও কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, গীতাঞ্জলি, স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, মৎস্য চাষের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি সহ আরও অনেক সরকারী পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তৃতার বিশেষ আংশঃ

এই জেলায় এলেই আমার স্বাধীনতা সংগ্রাম, নবজাগরণ, সর্ব ধর্ম সমন্বয়, সম্প্রীতি, সংহতি, অখণ্ডতা, একতার কথা মনে পড়ে যায়। মেদিনীপুর জেলা বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক।

আগামী দিনে দিঘায় সব জায়গার মানুষ আসেন, আগামীদিনে international tourist রাও আসবেন। দিঘার চেহারা পাল্টে গেছে, পর্যটকদের জন্য নতুন করে সাজছে।

মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো এখানকার মানুষের কাজ। অতিথিদের যত্ন করে রাখতে হবে।

দার্জিলিং এ মানুষ যেতে পারছেন না হিংসাত্মক আন্দোলনের জন্য। তাই মানুষ দিঘাকে বেছে নিয়েছে। যত পর্যটক আসবে তত কর্মসংস্থান বাড়বে।

 

উন্নয়ন ও পরিষেবা

আমাদের সরকার তাজপুর, উদয়পুর, শঙ্করপুর, মন্দারমনি নতুন করে তৈরী করেছে। গতকাল আমরা ৩৫০০ কোটি টাকার একটা power project উদ্বোধন করেছি। দিঘায় তাজপুর বন্দর তৈরী হচ্ছে, এর ফলে অনেক কর্মসংস্থান হবে। দিঘায় নতুন ব্রিজ তৈরী হচ্ছে। এই জেলার ৯৫% মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দিয়েছি। সরকার উন্নয়নের কাজ করছে, আরও করবে। দিঘা আমার কাছে কন্যাশ্রীর মতই। আমি চাই দিঘা পৃথিবীর এক বিস্ময়ে পরিণত হোক। আগামী দিনে দিঘা সারা পৃথিবীর তীর্থ ক্ষেত্র হোক।

আমাদের সরকার কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের কৃষক রত্ন পুরস্কার দিই। যে কোন প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে আমরা কৃষকদের ক্ষতিপূরণ দিই, যাতে তারা ভালো থাকে।

কন্যাশ্রী, সবুজ সাথীর ছেলেমেয়েরা আমার গর্ব। সবুজশ্রী – একটা নতুন জন্ম, একটা গাছ – এরাই আমাদের গর্ব। বাংলার সাড়ে ৮ কোটি মানুষকে ২ টাকা কিলো চাল দিই। সরকারী হাস্পাতালে বিনামূল্যে চিকিৎসা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় হবে। নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত রাস্তার উদ্বোধন করা হয়েছে। সবার ঘরে আলো প্রকল্পে এই জেলায় ১০০% বিদ্যুতায়ন হয়ে গেছে। মাল্টি সুপার হাসপাতাল হয়েছে। ৩০০ টি পলিটেকনিক কলেজ, আইটিআই, ৮ টি মেডিকেল কলেজ, ১৭টি বিশ্ববিদ্যালয় হয়েছে। কন্যাশ্রী, স্কিল ডেভেলপমেন্ট-এ এক নম্বর। ৩ বার কৃষক রত্ন পুরস্কার পেয়েছে বাংলা। বাংলার মিডিয়ার জন্য আমরা মাভৈ প্রকল্প চালু করেছি। ৪০ হাজার কোটি টাকা দেনা সত্ত্বেও বাংলা এগিয়ে যাচ্ছে।

বিরোধীদের উদ্দেশ্যে

কিছু কিছু লোক উন্নয়ন পছন্দ করে না, তাই তারা চক্রান্ত করে। এদের থেকে সাবধান। হিংসার কোন ওষুধ নেই। কুৎসা, অপপ্রচারে কান দেবেন না।

বাংলায় কেউ হিংসা ছড়ালে তাদের বাংলায় কোন স্থান নেই। বাংলা মানবিক, দানবিক নয়। যারা বাংলা ভাগ করতে আসবে সেই দানবদের বিরুদ্ধে সংগ্রাম করবে বাংলার মানুষ। বাংলা সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলেছে তাই বাংলা এগিয়ে গেছে।

দিল্লি থেকে এল রাম, সাথে জুটল বাংলার বাম।

অমরনাথ যাত্রীদের আজ গুলি করে মেরে দেওয়া হচ্ছে, এই কেন্দ্রীয় সরকার কিছু করতে পারে না, এই সরকার মানুষকে protection দিতে পারে না।শুধু মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারে, ওরা সর্বরকম ব্যর্থ। GST চালু করছে, সব মানুষ তাদের ব্যবসা বন্ধ করে বসে আছে। আগুন নিয়ে খেলছে, ভাগাভাগি করছে।

সবচেয়ে বড় সত্যি মানুষ। আমি মানুষ, এটাই আমার পরিচয়। শুধু জ্বালিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও – একটাই কাজ। বিদেশে সব ঘুরে বেড়াচ্ছে। আজ অমরনাথ এদের জন্য জ্বলছে, দার্জিলিং ও এরাই জ্বালিয়েছে।

আমরা দার্জিলিং কে জ্বলতে দেব না। দার্জিলিং -এ অচিরেই শান্তি প্রতিষ্ঠা হবে। শান্তি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। আমরা কেন্দ্রের চক্রান্তের কাছে মাথা নত করব না। আমার আবেদন আগুন নিয়ে খেলবেন না, শান্তি প্রতিষ্ঠা করুন। হিংসা হল দূষণ, শান্তি হল ভূষণ। দাঙ্গা নয়, শান্তি চাই।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here