Bengal Govt introduces new syllabus for motor training schools

0
2490
West Bengal - Bus and WBTC
West Bengal - Bus and WBTC
0 0
Azadi Ka Amrit Mahoutsav

InterServer Web Hosting and VPS
Read Time:3 Minute, 34 Second

Bengal Govt introduces new syllabus for motor training schools

Bengal Govt introduces new syllabus for motor training schools

The new syllabus prepared by the state transport department, in assistance with IIT Kharagpur, for the motor training schools  would be introduced from April this year, state transport minister Suvendu Adhikari said in the Assembly.

The minister told the house that entire procedure of issuance of licenses would be made more stringent to check road accidents. CCTVs will be installed at all the training centres to monitor and record the steps of getting a driving license. The new initiative will also fix the accountability of motor vehicle inspectors. In case of an accident, the transport department will investigate if the driver was issued license according to the norms.

The new modules that would be given to the training schools would in three languages — Bengali, English and Hindi, Adhikari said in the Assembly. He also said that the transport department will also take some steps to stop drunken driving and bike racing which often lead to fatal accidents.

During his speech, the minister also stressed on the importance of producing more efficient drivers. Steps would also be taken to check the overloading of vehicles. He announced that ten more mini buses routes would soon be created in the city.

The minister also said that his department will soon give registrations to the e-rickshaws so that they can be brought under insurance coverage. More than 4,000 e-rickshaws have already been given registration.

দুর্ঘটনা কমাতে চালু হচ্ছে অ্যাপ, বাসে দেওয়া হবে স্মার্ট ফোন: পরিবহণমন্ত্রী

দুর্ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এখন থেকে বাড়িতে বসে কেউ ড্রাইভিং লাইসেন্স পাবেন না। রীতিমতো পড়াশোনো করে পরীক্ষায় পাশ করতে হবে। তারপর ট্রেনিংয়ে পাশ করতে হবে। আজ বিধানসভায় একথা বললেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি আরও বলেন, খড়গপুর IIT-কে দিয়ে সিলেবাস তৈরি করেছে সরকার। হিন্দি, ইংরাজি, বাংলা ভাষায় সেই সিলেবাস। পরে উর্দু ও নেপালি ভাষাতেও করা হবে। ড্রাইভিং ট্রেনিং এর সময় CCTV ফুটেজ সংরক্ষণ করা হবে। বড় দুর্ঘটনা ঘটলে সেই CCTV ফুটেজে ফিটনেসের বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করেন পরিবহনমন্ত্রী:

১৬ মার্চ থেকে পথদিশা অ্যাপ চালু হবে। এই পরিষেবা প্রথমে WBTC-তে চালু হবে। তারপর অন্য পরিবহন নিগমে। প্রত্যেকটি বাসে একটি করে স্মার্টফোন দেওয়া হবে।

একমাসের মধ্যে ১০টি নতুন AC মিনিবাস দুটি রুটে চালু হবে। এয়ারপোর্ট থেকে মধ্য কলকাতা এবং বেহালা থেকে এয়ারপোর্ট।

১০ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসাতে মেগা মেলা হবে। সেখানে ১০০০টি টোটোর বদলে ১০০০ টি ই-রিকশা দেওয়া হবে। তবে সরকার কোনও ভর্তুকি দিচ্ছে না। টোটোকে কোনও লাইসেন্স দেওয়া যাচ্ছে না। তার ফলে বিমাও করানো যাচ্ছে না।

৬টি চেক পোস্ট তৈরি করা হচ্ছে। ধলপুকুর, ডালখোলা, দাঁতন, করণদিঘি ও  ডানকুনিতে।

গ্রিন সিটিতে আধুনিক মানের ট্রাম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ছুটির দিনগুলিতে স্পেশাল ট্রাম পরিষেবা চালুর ভাবনা রয়েছে সরকারের।

About Post Author

Editor Desk

Antara Tripathy M.Sc., B.Ed. by qualification and bring 15 years of media reporting experience.. Coverred many illustarted events like, G20, ICC,MCCI,British High Commission, Bangladesh etc. She took over from the founder Editor of IBG NEWS Suman Munshi (15/Mar/2012- 09/Aug/2018 and October 2020 to 13 June 2023).
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

USD